08
Jun
2022
পোশাক শ্রমিকদের জন্য ইনজুরি স্কিম চালুর সিদ্ধান্ত

Author: নিজস্ব প্রতিবেদক
Media Publisher: কালের কণ্ঠ

দেশের পোশাক কারখানার শ্রমিকদের জন্য জুলাই থেকে এমপ্লয়মেন্ট ইনজুরি স্কিম (ইআইএস) চালু করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ বুধবার সুইজারল্যান্ডের জেনেভায় আইএলওর সঙ্গে অনুষ্ঠিত একটি সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এ বিষয়ে সম্মত হয়েছে।

প্রকল্পটি পাইলট ভিত্তিতে জুলাইয়ের প্রথম সপ্তাহে চালু হবে। রাষ্ট্রমালিকানাধীন একটি ব্যাংকে এ বিষয়ক একটি ব্যাংক হিসাব খোলা হবে, যা ত্রিপক্ষীয় ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে পরিচালিত হবে।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহী, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক (অতিরিক্ত সচিব) মো. নাসির উদ্দিন আহমেদ, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) খালেদ মামুন চৌধুরী এনডিসি।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. হুমায়ুন কবীর, সিনিয়র সহকারী সচিব খোন্দকার মো. নাজমুল হুদা শামিম। সভায় আইএলওর পক্ষে অ্যানি ম্যারি প্রতিনিধিত্ব করেন।

উল্লেখ্য, জেনেভায় গত ৩১ মে মালিকপক্ষ (বিইএফ) এ বিষয়ক স্কিম চালুর বিষয়ে লিখিত ঘোষণা দিয়েছে। সরকারপক্ষ সেই ঘোষণা সমর্থন করল আজ।

08 Jun 2022
On behalf of
Implemented by

© Project Shurokkha